লোকসভা ভোটের মুখে এবার বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বরাবরই তিনি নিজের ঠোঁটকাটা মন্তব্যের জন্য পরিচিত, ফলে এবারও তাই হল। এবারও তাঁর নিশানায় বাংলার শাসক দল তৃণমূল।
আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “নির্বাচন কমিশন ও রাজ্যপালের সঙ্গে তৃণমূলের লড়াই শুরু হয়েছে, কারণ জানে যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল জিততে পারবে না। রাজনৈতিক ময়দানের পরিবর্তে এখন অফিসে লড়াই চলছে।”
সন্দেশখালির ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করে তৃণমূলের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করে তৃণমূল। এই প্রসঙ্গে মোটেই পাত্তা দিতে নারাজ তিনি। পাল্টা তৃণমূলের দিকে অভিযোগের তুলে দিলীপ ঘোষ জানান, “ওরা ভিডিওটিকে ডক্টরড করেছে। তদন্ত হচ্ছে, সবার সামনে সত্য বেরিয়ে আসবে।”
Bardhaman, West Bengal: BJP MP Dilip Ghosh says, “Their (TMC) fight with the Election Commission and Governor has begun because they know that they can’t win against the BJP. The fight is now going on in the office, instead of the (political) ground.”
On a video released by TMC… pic.twitter.com/eUHa661kVC
— ANI (@ANI) May 8, 2024