উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্ক করল IMD

গরম অতীত, এবার তোলপাড় হবে বাংলার আবহাওয়া। হু হু করে কমবে তাপমাত্রা, সেইসঙ্গে উত্তাল হবে সমুদ্র। এবার সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করল…

উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্ক করল IMD

গরম অতীত, এবার তোলপাড় হবে বাংলার আবহাওয়া। হু হু করে কমবে তাপমাত্রা, সেইসঙ্গে উত্তাল হবে সমুদ্র। এবার সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করল আইএমডি (IMD)।

এবার টানা তাপপ্রবাহের পরিস্থিতি থাকার পর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আজকের পাশাপাশি আগামীকাল রবিবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আইএমডি জানিয়েছে, আগামী ৬ মে সোমবার থেকে ৭ মে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। ফলে মৎস্যজীবীদের ৬ থেকে ৭ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া-সহ আটটি জেলায় তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। এটি এখন ‘হলুদ’ সতর্কতায় নেমে এসেছে। রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে আরও।

Advertisements

এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার থেকে এসব জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।