একবার বা দু’বার নয়, একেবারে নিয়মিত। সুযোগ পেলেই নিজের নাবালিকা মেয়ের ওপর যৌন নির্যাতন (Minor’s Sexual Assault) চালাত বাবা। লোকলজ্জার ভয়ে কাউকে সেকথা বলতেও পারত না মেয়ে। অবশেষে পুলিশের দ্বারস্থ হয় সে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নাবালিকার বাবাকে গ্রেফতার করে। অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড সহ জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে খবর, নিজেরই ১৪ বছর বয়সী মেয়ের উপর জঘন্য যৌন নির্যাতন চালাচ্ছিল লিলুয়া থানা এলাকার এক বাসিন্দা। হাওড়া সিটি পুলিশের অন্তর্ভুক্ত মহিলা থানায় অভিযোগ দায়ের হয় ২৩ জানুয়ারি, ২০১৮। তদন্তের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন সাব-ইনসপেক্টর শ্রীমতি সোনালী মুখার্জী গাঙ্গুলিকে। লিখিত অভিযোগের ভিত্তিতে পকসো (Protection of Children from Sexual Offences) আইনের নির্দিষ্ট ধারায় শুরু হয় মামলা।
অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত তথ্য প্রমাণ সমেত চার্জশিট যথাসময়ে দাখিল করেন সোনালী। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়াকে যথাসম্ভব দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার নিরলস প্রচেষ্টা, পাশাপাশি চলে স্বচ্ছ বিচারপর্বের স্বার্থে হাওড়ার গোয়েন্দা বিভাগের ‘ট্রায়াল মনিটরিং সেল’-এর অক্লান্ত পরিশ্রম।
ক্ষমা নেই
একবার-দুবার নয়, নিয়মিত। নিজেরই ১৪ বছর বয়সী মেয়ের উপর জঘন্য যৌন নির্যাতন চালাচ্ছিল লিলুয়া থানা এলাকার এক বাসিন্দা। হাওড়া সিটি পুলিশের অন্তর্ভুক্ত মহিলা থানায় অভিযোগ দায়ের হয় ২৩ জানুয়ারি, ২০১৮, তদন্তের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন.. (১/৪)
— West Bengal Police (@WBPolice) May 4, 2024
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে, নিশ্চিত করা গিয়েছে অভিযুক্তের শাস্তি। যাবজ্জীবন কারাদণ্ড সহ ২০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছে আদালত, সঙ্গে নাবালিকাকে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।