Sonakshi Sinha:রাজনীতিতে আসতে নারাজ সোনাক্ষী! কারণ জানালেন নিজেই

তাঁর বাবা সাংসদ! তাঁর মা’ও রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দুই ভাইও রাজনীতিতে। শুধুমাত্র তিনি এখনও রাজনীতির ময়দানে নামেননি! তাহলে তাঁর রাজনীতির ময়দানে নামা কি শুধু…

Sonakshi Sinha:রাজনীতিতে আসতে নারাজ সোনাক্ষী! কারণ জানালেন নিজেই

তাঁর বাবা সাংসদ! তাঁর মা’ও রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দুই ভাইও রাজনীতিতে। শুধুমাত্র তিনি এখনও রাজনীতির ময়দানে নামেননি! তাহলে তাঁর রাজনীতির ময়দানে নামা কি শুধু সময়ের অপেক্ষা ? নাকি তিনি রাজনীতিতে আসতে অনিচ্ছুক ? একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন তাঁর ইচ্ছের কথা। সোনাক্ষীর সাফ কথা, তিনি বাবার মতো নন। ‘খামতি’ রয়েছে তাঁর।

Advertisements

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, তিনি একেবারেই রাজনীতির ময়দানে আসতে রাজি নন। বাবা, দাদা, মায়ের মতো রাজনীতি ঠিক তাঁর পছন্দ নয়। তাঁর পছন্দের জায়গা অভিনয়। তাই রাজনীতিতের তাঁর অভিষেক হবে কি না সেই প্রসঙ্গে অভিনেত্রী খানিক মজার ছলেই বলেন, এ বার তো তবে বলবেন, এখানেও স্বজনপোষণ করে। প্রসঙ্গত তাঁর বাবা তৃণমূলের সাংসদ। তিনি এইবারও আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন । 

Advertisements
   

তিনি আরও জানিয়েছেন যে বেশ কিছু বিষয় তিনি ব্যক্তিগত রাখতে ভালবাসেন। অভিনেত্রীর কথায়, ‘‘রাজনীতিতে এলে গোটা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা আমার মধ্যে নেই।’’ তাই তিনি অভিনয়েই থাকতে ভালবাসেন।