Dimitri Petratos: কলকাতা আমার ঘর: দিমি

মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দল মুখোমুখি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে। ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির। ফাইনাল…

Mohun Bagan's Dimitri Petratos

short-samachar

মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দল মুখোমুখি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে। ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির। ফাইনাল ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ উপস্থিত ছিলেন থেকে কোচ আন্তোনিও লোপেজ হাবাস ও তাঁর সহকারী, অধিনায়ক শুভাশিস বসু, দিমিত্রি পেত্ৰাতস (Dimitri Petratos) ও সাহাল আব্দুল সামাদ। চারজনেই খোশ মেজাজে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে।

   

জনি কাউকো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্ৰাতসদের ঘিরে মোহনবাগান সমর্থকদের আব্দার, গোল চাই। সর্বপরি যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন তরীতে আরো একটি ট্রফি দেখতে চাইছেন ক্লাবের অনুগামীরা। চাপ থাকলেও সংবাদিক সম্মেলনে হালকা মেজাজে কথা বলেছেন দিমি।

সাংবাদিক সম্মেলনে দিমি পেত্ৰাতস বলেছেন, ‘কলকাতা আমার নিজের ঘরের মতোই। ভারতে ফুটবল খেলা আমি উপভোগ করি। এখানকার স্থানীয় ছেলেদের সঙ্গে খেলেছে, এটা আমার কাছে অন্যতম স্মরণীয় মুহূর্ত। সব কিছু খুব স্বতঃস্ফূর্ত মনে হয়েছে।’

গত মরসুম থেকে সবুজ মেরুন ব্রিগেডের আপ ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন পেত্ৰাতস, নিজে গোল করছেন ও অন্যকে দিয়ে করাচ্ছেন। তৈরি করছেন গোল করার সুযোগ। গোলটা খুব ভালো চেনেন, কীভাবে গোল করাতে হবে সে ব্যাপারে ধারণা রয়েছে। সুযোগ তৈরি করার ক্ষেত্রে লিগের অন্যান্য বিদেশি ফুটবলারকে অনেক আগেই তিনি পিছনে ফেলে দিয়েছেন।

চলতি ইন্ডিয়ান সুপার লিগে সব থেকে বেশি তৈরি করার ব্যাপারে এগিয়ে রয়েছে এফসি গোয়ার ব্রেন্ডন ফার্নান্দেজ। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রেন্ডন ৬০ টি সুযোগ তৈরি করেছেন।