একজন দীর্ঘদিন ধরেই জেলবন্দি আর একজন সদ্য পদ হারিয়েছেন। তৃণমূলের তারকা প্রার্থীদের প্রচার লিস্ট থেকেও নাম সরেছে তাঁর! পার্থ এবং কুণাল দুজনেই এখন সর্বহারা। তবুও তাঁদের একে অন্যকে কটাক্ষের বহর দেখে হেসে খুন রাজনীতির মহল। সম্প্রতি কুণাল ঘোষকে দলের অন্দরেই কোণঠাসা করার ইঙ্গিত দিয়েছে কুণাল নিজে! আর শুক্রবারই কোর্ট চত্বর থেকে জেলের দিকে যেতে যেতে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে কুণাল প্রসঙ্গে বলেন, ” ও দলের ক্ষতি করেছে।” সেই নিয়ে দুই প্রাক্তনীর ঝামেলা চরমে।
জলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী অবশেষে কুণালের সব আক্রমণের জবাব দিয়েছেন। বলেছেন, কুণালকে অনেক আগেই দল থেকে ‘তাড়িয়ে দেওয়া’ উচিত ছিল। এবার পার্থকে মোক্ষম নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল। পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন, জেল থেকেই পার্থ কারও কারও কাছে খবর পাঠিয়ে কান ভাঙানোর চেষ্টা করছেন কি না। এখানেই শেষ নয় কুণালের দাবি যার বান্ধবীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার হয় সে কি করে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ‘ কুৎসিত ঘৃণ্য তোলাবাজ’ বলে কটাক্ষ করেন।
কুণাল এইদিন সংবাদমাধ্যমকে বলেন, ” পার্থ চট্টোপাধ্য়ায় একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী, যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছেন। দল ও সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেচে, এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন। তিনি মাস্টারমাইন্ড।” প্রসঙ্গত ভোটের বাজারে তৃণমূলের এই দুই প্রাক্তন নেতার কটাক্ষকে উপভোগ করছে রাজনৈতিক মহল।