দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই দু’দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন। এই পরিস্থিতিতে ইভিএম নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, ভোট নিয়ে প্রতারণা করা হচ্ছে। যেখানে ভোট কম পড়েছে, সেখানে বিজেপির ভোট ৫ শতাংশ বাড়ানো হয়েছে। বিজেপির কমিশন নয়, নিরপেক্ষ কমিশন হন।
ইভিএমে কারচুপি করা হতে পারে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ইভিএম নিয়ে সন্দেহ রয়েছে, মানুষের সন্দেহ দূর করুন। ভোটের পর কমিশন জানিয়েছিল, কত শতাংশ ভোট পড়েছে প্রথম দুই দফায়। মঙ্গলবার কমিশন ভোটদানের চূড়ান্ত হার প্রকাশ করে। এ নিয়ে মমতা বলেন, মঙ্গলবার রাতে ৫ শতাংশ ভোট বাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজেপির ভোট যেখানে কম, সেখানে ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে।
ইভিএম কারা বানিয়েছে, এদিনের সভা থেকে সেই প্রশ্নও তোলেন মমতা। ফরাক্কার সভা থেকে তিনি বলেন, রাতারাতি ভোটের হার বেড়ে গেল। ইভিএম কারা বানিয়েছে, তা দেখা হোক। কীভাবেই বা ভোটের সংখ্যাটা বাড়ল, আমরা তা জানতে চাই। বিজেপির কমিশন নয়, নিরপেক্ষ কমিশন হন। বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে বলে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এখানে সংখ্যালঘু বেশি, তফসিলি বেশি। তাই বাংলাকে ওরা টাকা দেয়নি। কেন্দ্রের কাছে বাংলা দুয়োরানি বলেও মন্তব্য করেন মমতা।
এসএসসির চাকরি বাতিল ইস্যুতেও এদিন ফের একবার সরব হন মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, ওরা চাকরি দিতে পারে না, চাকরি খেতে পারে। ২৬ হাজার চাকরি খেয়ে নিয়েছে। বাংলায় ১০ লক্ষ চাকরি রেডি আছে। কিন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে গেলেই এজেন্সি দিয়ে আটকে দিচ্ছে। উন্নয়ন ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, ওরা গরিবদের দিয়ে কাজ করিয়ে ১০০ দিনের টাকা দেয় না। আবাস যোজনার টাকাও আটকে রেখেছে।
প্রসঙ্গত, আগামী ৭ মে, তৃতীয় দফায় মালদহ উত্তর, মালদহ দক্ষিণ এবং মুর্শিদাবাদ আসনে ভোট হবে। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।