Toy train accident: দার্জিলিঙে ট্রয় ট্রেন দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত গাড়ি

দার্জিলিঙে টয় ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরের টয় ট্রেন ধাক্কা মারে একটি যাত্রীবাহী গাড়িকে। গাড়িটি দুমড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘুম থেকে দার্জিলিঙের দিকে যাচ্ছিল টয়…

Toy train accident: দার্জিলিঙে ট্রয় ট্রেন দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত গাড়ি

দার্জিলিঙে টয় ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরের টয় ট্রেন ধাক্কা মারে একটি যাত্রীবাহী গাড়িকে। গাড়িটি দুমড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘুম থেকে দার্জিলিঙের দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়েই পর্যটক বোঝাই এক চার চাকার গাড়িতে সজোরে ধাক্কা মারে টয় ট্রেন। যদিও এই ঘটনায় কারুর প্রাণহানি হয়নি বলে জানা গিয়েছে।  তবে এই দুর্ঘটনার খবর প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফের একবার ট্রয় ট্রেনের দুর্ঘটনা যাত্রী সুরক্ষার বিষয়কে প্রশ্ন চিহ্নের সম্মুখীন করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটি দার্জিলিঙ-শিলিগুড়ি এলাকার কোনও গাড়ি ছিল না। দুমড়ে যাওয়া গাড়িটিতে দিল্লির নম্বর প্লেট রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দিল্লির ওই গাড়িটিতে যে পর্যটকরা ছিলেন, তাঁদের কারও গুরুতর কোনও চোট লাগেনি। গাড়ির সামনের বাঁ দিকের অংশ দুমড়ে গিয়েছে। সদ্য ভোট মিটেছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। তার মধ্যেই এই দুর্ঘটনার খবর পর্যটকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

   

এই তীব্র তাপদাহে পর্যটকরা একটু শান্তির খোঁজে ভিড় জমাচ্ছেন দার্জিলিঙে আর তার মাঝে এই দুর্ঘটনা কীভাবে ঘটল সেটাই খতিয়ে দেখছে পুলিশ। অনেকেই মনে করছে এই ঘটনায় কারুর মৃত্যু ঘটলে সেটা আরও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াত।

Advertisements