নিউ টাউনে কোল ইন্ডিয়ার অফিসে চাকরি, রইল আবেদন পদ্ধতি

রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। তবে এই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই পদের জণ্য আবেদন…

CIL Recruitment

রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। তবে এই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই পদের জণ্য আবেদন করতে বলা হয়েছে। আবেদন করার শেষ তারিখ আগামী ৬ মে।

Advertisements

আবেদন পদ্ধতি
অ্যাডভাইজ়ার বা পরামর্শদাতার পদের জন্য নিয়োগ করবে কোল ইন্ডিয়া। মহিলা এবং পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। এরপর তা কোল ইন্ডিয়ার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

   

আবেদন পত্র ডাউনলোড করতে এই লিঙ্কে- https://www.coalindia.in/ ক্লিক করত হবে। এরপর সেটি প্রয়োজনীয় নথির সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আর সেটি হল – কোল ভবন, কমপ্লেক্স নং- 04 MAR। প্লট নং- AF-III, অ্যাকশন এরিয়া-1A, নিউটাউন, রাজারহাট, কলকাতা-700156। ইমেইলের মাধ্যমেও আবেদন করতে পারবে আবেদনকারী।

শূন্যপদ
এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে পরামর্শদাতার পদে নিয়োগ করা হবে।প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদের জন্য শূন্যপদের সংখ্যা মাত্র একটি।

বিজ্ঞপ্তি
আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নিন। এজন্য এই লিঙ্কে – Coal India (CIL) Recruitment 2024 ,ক্লিক করতে হবে। বেঁছে নেওয়া যোগ্য প্রার্থীকে কোল ইন্ডিয়ার কলকাতা অফিসের বিজ়নেস ডেভেলপমেন্ট সেক্রেটারিয়েটে বসে কাজ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হতে হবে। সেক্রেটারিয়াল গ্রেডে ন্যূনতম ৩০ বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে বলেও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ব্জানানো হয়েছে।

Advertisements

বয়স
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কখনই ৬৫ বচরের বেশি হওয়া চলবে না।

বেতন
নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ৬০,০০০ টাকা। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা দেওয়া হবে।

তাই যোগ্য প্রার্থীদের শীঘ্রই এই পদে আবেদনের জন্য অনুরোধ করা হচ্ছে।