প্রতিপক্ষ হেভিওয়েট। তৃণমূলের জনপ্রিয় নেত্রীর পাশাপাশি প্রাক্তন স্ত্রীও বটে। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) এবারের লড়াইটা বেশ কঠিনই হতে চলেছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর (Saumitra Khan)। আর তাই সৌমিত্রর ভরসা শ্রীমদ্ভাগবত গীতা। হলুদ পাঞ্জাবি, সাদা ধুতি পরে গীতা হাতে নিয়ে আজ, সোমবার মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র।
স্ত্রী-মেয়ের পাশাপাশি কয়েক হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত এক্তেশ্বর মন্দিরে পুজো দেন সৌমিত্র খাঁ। এরপর শহরের তামলিবাঁধ বাসস্ট্যান্ড থেকে মিছিল করে জেলাশাসকের দফতরে পৌঁছন তিনি। পূর্ব নির্ধারিত জায়গায় পুলিশের তরফে বিজেপি কর্মী-সমর্থকদের আটকে দেওয়া হয়।
এরপর বাঁকুড়ার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারের আশীর্বাদ নিয়ে তিনি শ্রীমদ্ভাগবত গীতা বুকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে জেলা শাসকের দফতরে ঢোকেন সৌমিত্র খাঁ। পরে সেখানেই মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোননয়ন জমা দিয়ে তৃণমূল সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেন সৌমিত্র। তাঁর কথায়, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণগ্রস্ত করে দিয়েছে। আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে বলে তিনি দাবি করেন।
বিষ্ণুপুর আসনে ষষ্ঠ দফায় অর্থাৎ ২৫ মে ভোট হবে। এই কেন্দ্রে বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে এখানে থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। আর সিপিএম প্রার্থী করেছে শীতল কৈবর্তকে।
দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।