আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই বনধ (Bandh) শুরু হল। সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাঠ। রাস্তাঘাটও একপ্রকার শুনশান। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে বনধ কোথায়? তাহলে জেনে নিন।
জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর দলীয় কর্মীদের হামলার প্রতিবাদে বিজেপি কর্মীরা বনধের ডাক দিয়েছেন সোমবার।
এই বনধ প্রসঙ্গে আজ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বিজেপি নেতা মিঠুন প্রামাণিক । তিনি বলেন, “আজ গোটা মাটিগাড়া এলাকায় বনধ ঘোষণা করা হয়েছে। গতকাল আমাদের বিজেপির বুথ সভাপতি নন্দ কিশোর এবং তাঁর পরিবার এবং আরও বেশ কয়েকজন দলীয় কর্মীর উপর ‘জয় শ্রীরাম’ বলার কারণে আক্রমণ করা হয়. তাই আমরা পরবর্তী ১২ ঘণ্টার জন্য বনধের ডাক দিয়েছি। গতকাল প্রায় ১৫ জন বিজেপি কর্মী আহত হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। শ্রমিকদের ওপর হামলার পর আমরা থানা ঘেরাও করলেও এ ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি।’
#WATCH | West Bengal: BJP workers call for ‘bandh’ in Matigara area of Siliguri over the alleged attack on the party workers by Trinamool Congress workers. pic.twitter.com/W4Edj4Gvhv
— ANI (@ANI) April 29, 2024
#WATCH | West Bengal: Mithun Pramanik, BJP leader says, “Today bandh has been announced in the entire Matigara area. Yesterday our BJP booth president Nand Kishore along with his family and several other party workers were attacked over saying ‘Jai Shree Ram’ therefore we have… https://t.co/Kb4UFmUgFa pic.twitter.com/p3VQfQLTO1
— ANI (@ANI) April 29, 2024