যে গতিতে অবনমন আবার সেই গতিতেই উত্থান। চ্যাম্পিয়নশিপ থেকে পদোন্নতি নিশ্চিত করেছে লেস্টার সিটি। প্রথম প্রচেষ্টায় প্রিমিয়ার লিগে (Premier League) ফিরে এসেছে প্রাক্তন চ্যাম্পিয়নরা।
কিং পাওয়ার স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ের পরে প্রমোশন নিশ্চিত হয়েছিল অনেকটা। ফিলবার্ট ওয়েতে আবদুল ফাতাউ হ্যাটট্রিক করেছিলেন। এরপর কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে লিডস ইউনাইটেডের পরাজয়ের ফলে সুবিধা পেয়ে যায় সিটি। ইতিমধ্যে ডিরেক্ট প্রমোশন নিশ্চিত করেছে লেস্টার।
বর্তমানে ৯৪ পয়েন্ট নিয়ে ফক্সরা ইতিমধ্যেই ক্লাবের তৃতীয় সেরা পয়েন্ট অর্জন করেছে। তারা এখন অষ্টম চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের চেষ্টায় রয়েছে। এনজো মারেস্কার অধীনে এটি একটি স্মরণীয় অভিযান ছিল। লেস্টার দ্বিতীয় সারির মরসুমের শুরুটা সেরা করেছিল। টানা লিগ জয়ের (৯) রেকর্ড গড়েছে ক্লাব। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে টানা সাতটি অ্যাওয়ে ম্যাচ জিতে সিটির গোল ব্যবধান +৪৭।
Our first day at Seagrave after promotion was confirmed 👌 pic.twitter.com/6QLAA5H8G5
— Leicester City (@LCFC) April 27, 2024
হাতে আর দুটো ম্যাচ রয়েছে লেস্টার সিটির। দুটোতেই জিততে চাইবে তারা। দ্বিতীয় স্থানে থাকা লিডস ইউনাইটেডও রয়েছে খেতাব জয়ের দৌড়ে। প্রেস্টন ও ব্ল্যাকবার্ন রোভার্সের বিরুদ্ধে জিতলে পারলে প্রমোশনের সঙ্গে খেতাব চলে আসবে লেস্টার সিটির দখলে।