অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করতে চলেছে UIDAI সংস্থা।
ইতিমধ্যে UIDAI এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল-
বিজ্ঞপ্তি
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার সহ একাধিক শূন্যপদের নিয়োগ করবে UIDAI। এই পদে আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- www.uidai.gov.in – ক্লিক করতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের কোনও অর্থ লাগবেনা ।
আবেদন পদ্ধতি
আধার কার্ড সংক্রান্ত সংস্থা UIDAI এই নিয়োগ করবে। তবে এই পদের জন্য আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। এজন্য অবশ্য ডাউনলোড করে নিতে হবে আবেদনফর্ম। সেজন্য এই লিঙ্কে – www.uidai.gov.in- ক্লিক করতে হবে। ফর্মটি ফিলআপ করে প্রয়োজনীয় নথি দিয়ে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।সেই ঠিকানাটি হল – ডিরেক্টর (এইচআর), ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই), আঞ্চলিক অফিস, 7ম তলা, এমটিএনএল টেলিফোন এক্সচেঞ্জ, জিডি সোমানি মার্গ, কাফ প্যারেড, কোলাবা, মুম্বাই – 400005। তবে আগামী ১৩ জুনের মধ্যে পৌঁছতে হবে আবেদন পত্র সঠিক ঠিকানায়।
বয়স সংক্রান্ত তথ্য
UIDAI এর এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কখনই ৫৬ বছরের মধ্যে থাকতে হবে। বিশেষ কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
UIDAI নিয়োগ 2024-এর জন্য আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সহকারী অ্যাকাউন্ট অফিসার এবং সেকশন অফিসার উভয়ের জন্যই আলাদা রাখা হয়েছে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে। এই পদের জন্য বেঁছে নেওয়া প্রার্থীকে প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। তাই আর দেরি না করে আগ্রহী প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হচ্ছে।