বাংলা আছে বাংলাতেই! শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। কিন্তু ভোট গ্রহণ শুরু হতেই নির্বাচন কমিশনে আসতে শুরু করে একটির পর একটি অভিযোগ। শাসক, বিরোধী উভয় পক্ষের অভিযোগ যেন পাহাড় চূড়ার সমান! রাজ্যে তিন কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে। দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ কেন্দ্রে ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ বলেই দাবি করছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বেলা এগারোটা পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ২৯০ টি। এনজিআরএসে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২৪১টি। সবচেয়ে বেশি রায়গঞ্জ থেকে ১২৩ টি, বালুরঘাট থেকে ৯২টি এবং দার্জিলিং থেকে ২৬ টি অভিযোগ জমা পড়েছে। সি ভিজিল অ্যাপে মোট ২৩ টি তারমধ্যে রায়গঞ্জ থেকে ১১ টি, দার্জিলিং থেকে ৬ ও বালুরঘাট থেকে ৬ টি। সিএমএস পোর্টালে মোট ২৬ টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে দার্জিলিং থেকে ১১ টি, রায়গঞ্জ থেকে ৭ টি ও বালুরঘাট থেকে ৮ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিজেপির থেকে ১৪টি এবং তৃণমূলের থেকে ২ টি অভিযোগ জমা পড়েছে।
এইদিন সকাল থেকেই বিভিন্ন অভিযোগ আসতে শুরু করে বালুরঘাটের বিভিন্ন প্রান্ত থেকে। বালুরঘাটে একটি বুথে সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পাল্টা তৃণমূল কর্মীদের বুথের ১০০ মিটারের মধ্যে থাকার অভিযোগ করে বিজেপি। আবার জানা গিয়েছে চোপড়ার আমতলা বুথে উত্তেজনা। বুথের একশো মিটারের মধ্যে জমায়েত করার অভিযোগ। পরিস্থিতি দেখেই এগিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা তাঁদের দেখে লাঠি উঁচিয়ে তাড়া করেন। পরে এলাকা ফাঁকা হয়।