আজ শুক্রবার একদিকে যখন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট চলছে, তখন ফের বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ পুরাতন মালদহে জনসভায় বক্তব্য পেশ করলেন তিনি। এদিন বিজেপির দুই প্রার্থী খগেন মুর্মু এবং শ্রীরূপার সমর্থনের জনসভা করলেন মোদী।
তিনি বলেন, ‘আপনাদের ভোট গণতন্ত্রকে মজবুত করছে। যারা আজ ভোট দিচ্ছেন তাঁদের সকলকে ধন্যবাদ।’ এদিন কালী-দুর্গার নামে জয়ধ্বনি দিয়ে সভার সূচনা করেন মোদী। বলেন, ‘প্রথম দফায় বিরোধীরা ভয় পেয়ে গেছিল। দ্বিতীয় দফা ভোটের পরে হারিয়ে যাবে বিরোধীরা। একসময়ে দেশের উন্নয়নের নেতৃত্বে ছিল বাংলা। উন্নয়নের বদলে বাংলায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রথমে বামেরা তারপর তৃণমূল বাংলার সম্মান নষ্ট করেছে। কয়লা থেকে শুরু করে রেশন, নিয়োগের ক্ষেত্রে তৃণমূলের তরফে ব্যাপক দুর্নীতি হয়েছে।’
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল দুর্নীতি করছে, আর সাধারণ মানুষ ভুগছেন। কেন্দ্র থেকে আমি যে টাকা পাঠাই সেটা তৃণমূলের তোলাবাজরা খেয়ে নেয়। বাংলায় কোনও কাজ কমিশন ছাড়া হয় না। মানুষের সমস্যার কথা চিন্তা করে না তৃণমূল। তৃণমূল যুবকদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না।’ নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নিশানা করেন তৃণমূলকে। মোদী বলেন, তৃণমূলের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬ হাজার পরিবার। ২৬ হাজার পরিবারের রুই-রুজি শেষ হয়ে গেছে। যুব সমাজের উন্নয়নের সব দরজা বন্ধ করেছে তৃণমূল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গত জন্মে হয়তো আমি বাংলায় জন্মেছিলাম। আগামী জন্মে হয়তো বাংলায় জন্ম নেবো। বাংলার উন্নতি করেই আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেবো।’