East Bengal: ঘরের মাঠে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সের উন্নতি হয়েছে ২৭%!

কার্লেস কুয়াদ্রতের কোচিংয়ে সত্যি কি উন্নতি হয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্সের? কোচ নিজে সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেড আগের থেকে এগিয়ছে…

East Bengal Shows Stellar 27 percent Improvement

কার্লেস কুয়াদ্রতের কোচিংয়ে সত্যি কি উন্নতি হয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্সের? কোচ নিজে সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেড আগের থেকে এগিয়ছে কতটা।

Advertisements

এবারের মতো শেষ হয়েছে ইস্টবেঙ্গলের মরসুম। আপাতত নতুন সিজনের অপেক্ষা, তার আগে দল গঠনের পালা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে একটি ছবি স্টোরিতে দিয়েছিলেন ইস্টবেঙ্গল এফসির কোচ কার্লেস কুয়াদ্রত। সেখান গত মরসুম ও এবারের মরসুমের মধ্যে তুলনা করা হয়েছে সংখ্যার বিচারে।

   

চলতি ইন্ডিয়ান সুপার লিগে ক্রম তালিকার নয় নম্বরে শেষ করেছে ইস্টবেঙ্গল। ২২ ম্যাচে প্রাপ্ত পয়েন্ট ২৪। পয়েন্টের সংখ্যা আর একটু বেশি হলে প্লে অফের টিকিট পেয়ে যেতে পারতো ক্লাব। ২২ ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৬ টি ম্যাচ, বাকি ম্যাচগুলোতে পরাজয়।

Advertisements

১২ দলের লিগে নয় নম্বর পজিশন। এরই মধ্যে ট্রফি খরা কাটিয়ে ক্লাবে এসেছে সুপার কাপ। কার্লেস কুয়াদ্রত দায়িত্ব নেওয়ার পর ক্লাবের পারফরম্যান্সে বদল যে এসেছে সেটা স্পষ্ট। কিন্তু কতটা? স্প্যানিশ কোচের ইন্সটাগ্রাম স্টোরিতে দেওয়া ছবি অনুযায়ী, ২০২২-২৩ মরসুমে ঘরের মাঠে ইস্টবেঙ্গল জিততে পেরেছিল ২০ শতাংশ ম্যাচ। ২০২৩-২৪ মরসুমে ঘরের মাঠে ইস্টবেঙ্গল জিতেছে ৪৭ শতাংশ ম্যাচ। সহজ অংকের হিসেবে উন্নতি হয়েছে ২৭ শতাংস।