ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ কাড়ল বহু মানুষের। বিহারের পটনার (Patna Fire) কোতোয়ালি থানা এলাকার গোলাম্বরের কাছে একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে আজ বৃহস্পতিবার। এখনও অবধি চলছে আগুন নেভানোর কাজ ও উদ্ধারকাজ। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ থেকে ৬ জনের।
পাটনার ডিএসপি কৃষ্ণ মুরারি জানিয়েছেন, “৫-৬ জনের মৃত্যু হয়েছে। ৩০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।” জানা গিয়েছে, স্টেশন রোডের কাছে অবস্থিত পাল হোটেলে আচমকাই আগুন লাগে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে হোটেলে আটকে পড়া ছয়জন মারা গেছেন, ৩০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে হোটেলে আটকে পড়ার আশঙ্কাও রয়েছে অনেকের।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধার করছেন। হোটেলে এই অগ্নিকাণ্ডের একটি ভিডিওও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা অনেক উঁচুতে উঠছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।
#WATCH | Patna, Bihar: Krishna Murari, DSP (law & order) says, “5-6 people have died. More than 30 people have been rescued. 7 are seriously injured and have been sent to hospital…” https://t.co/yT6pLszXO2 pic.twitter.com/8P1aq4JNiH
— ANI (@ANI) April 25, 2024
Major fire near Patna junction in a hotel. Praying for people’s safety. 🙏
pic.twitter.com/Mn3xhF6QAj— With Love, Bihar (@withLoveBihar) April 25, 2024