নব্বই মিনিটের লড়াই শেষ। মাঠের বাইরে কেউ আর কারও প্রতিদ্বন্দ্বী নন। অভিজ্ঞ অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল জিততে পারেননি গত রাতে। তাঁর প্রাক্তন ছাত্ররা আপাতত এগিয়ে। মাঠ থেকে বেরিয়ে পুরনো ছাত্রদের জড়িয়ে ধরলেন লোপেজ।
ওড়িশা এফসির বিরুদ্ধে কাজে আসে অ্যান্টোনিও লোপেজ হাবাসের পরিকল্পনা। মোহনবাগান সুপার জায়ান্টের একাধিক খেলোয়াড় কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে পারেননি নিজেদের ছন্দে। ঘরের মাঠে সাবলীল ছিল ওড়িশা এফসি। প্রথম লেগের সেমিফাইনালের পর এক গোলের তফাতে পিছিয়ে থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট। পরের লেগের ম্যাচ হবে যুবভারতী স্টেডিয়ামে। কলকাতায় নিজেদের দিকে পাল্লা ভারী করতে চাইবে বাগান।
রয় কৃষ্ণার গোলে জিতেছে ওড়িশা এফসি। মঙ্গলবার রাতে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ওড়িশা এফসির ফলাফল ২-১। ম্যাচের একেবারে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। পর ব্যবধান ঘুচিয়ে ম্যাচ থেকে জয় তুলে নেয় ওড়িশা। রয় কৃষ্ণার করা গোল থেকে জয়লাভ করেছে ওড়িশা এফসি।
রয় কৃষ্ণা অ্যান্টোনিও লোপেজ হাবাসের পুরনো ছাত্র। চলতি মরসুমে যখনই এই দুই দলের ম্যাচ হয়েছে গুরু-শিষ্য সাক্ষাৎ করেছেন একে অপরের সঙ্গে। হাসি মুখে করেছেন আলিঙ্গন। এদিন সন্ধ্যায় গুরু হিসেবে হাবাস না পারলেও পুরনো ছাত্র গোল করে দলকে জিতিয়েছেন। ছাত্র ভালো করলে শিক্ষকেরও তৃপ্ত। শুধু রয় কৃষ্ণা নন, ওড়িশা এফসির লেনি রড্রিগেজও লোপেজ হাবাসের পুরনো ছাত্র। ম্যাচের পর লেনি-কৃষ্ণাদের জড়িয়ে ধরলেন হাবাস।