Mamata Banerjee: বিরাট ভাঙন! মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ৩ হেভিওয়েট কংগ্রেস নেতা

১৯ এপ্রিল দেশজুড়ে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শুরু হয়েছে। চলবে ১ জুন পর্যন্ত। মোট ৭ দফায় হবে নির্বাচন। ভোট চলাকালীন দলবদল কিন্তু থেমে…

tmc mamata banerjee

১৯ এপ্রিল দেশজুড়ে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শুরু হয়েছে। চলবে ১ জুন পর্যন্ত। মোট ৭ দফায় হবে নির্বাচন। ভোট চলাকালীন দলবদল কিন্তু থেমে নেই। প্রায় প্রতিদিনই দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে জার্সি বদল করছেন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। দিন কয়েক আগেই বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়েছিল তৃণমূল। এবার কংগ্রেসেও ভাঙন ধরালো বাংলার শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিন হেভিওয়েট নেতা।

রায়গঞ্জ লোকসভার তৃণমূল প্রার্থী তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আজ উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় জনসভা ছিল তৃণমূলের। সভার মূল বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চেই জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন ওই তিন তৃণমূল নেতা। তৃণমূল সূত্রে খবর, কংগ্রেসের তিন ব্লক সভাপতি এদিন দলে যোগ দিয়েছেন। তাঁরা হলেন – মহম্মদ মোস্তাফা, হামিদুল রহমান, সাদিকুল ইসলাম। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই দলে যোগ দেন তাঁরা।

   

চাকুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে যদি বিষাক্ত বিজেপি পুনরায় ক্ষমতায় আসে, তাহলে না থাকবে নির্বাচন, না থাকবে গণতন্ত্র, না বেঁচে থাকবে সংবিধান। ধর্মের উস্কানি দিয়ে সকলের মধ্যে বিভেদের বীজ বুনে দিচ্ছে এই বিজেপি। আমি বেঁচে থাকতে এনআরসি, সিএএ এবং ইউনিফর্ম সিভিল কোড হতে দেব না বাংলায়। এই বিজেপির সঙ্গী এখন সিপিএম এবং কংগ্রেস। এদেরকে ভোট দেওয়া মানেই, বিজেপিকে সুবিধে করে দেওয়া।

রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, এই কেন্দ্রে ভোট কাটার জন্য প্রার্থী হয়েছেন উনি। উনি ‘বিজেপির পাখির চোখ’। উনি নাকি বল বেড়াচ্ছেন, ওনার নাকি টাকা নেই। দেব নাকি একটা লক্ষ্মীর ভান্ডার। ছেলেদের জন্য তো নেই। আমি আমার থেকে সাহায্য করতে পারি। লোকের থেকে আঁচল পেতে টাকা নিচ্ছেন। সব নিজের কাছে রাখবেন। উত্তর দিনাজপুরে আপনার প্রচার চলছে। কোথা থেকে আসছে টাকা?

এসএসসি দুর্নীতিতে আজ নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাতিল করা হয়েছে প্রায় ২৬ হাজার চাকরি। সেই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, আজ হাইকোর্টের একটি নির্দেশ প্রকাশ পেয়েছে নিয়োগ সংক্রান্ত মামলায়। আমরা এই রায়কে কেন্দ্র করে উচ্চ-আদালতে যাব। কেউ যদি চাকরি প্রার্থীদের পাশে না থাকে, আমি শেষ অবধি থেকে যাব। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের শক্তি। আমরা এর শেষ দেখে ছাড়ব।