নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের নিজস্ব টি২০ লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে এই রাজ্যে শুরু হতে চলেছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট (Bengal Pro T20 League)। রশ্মি গ্রুপ টুর্নামেন্টে দল নামাতে চলেছে। শনিবার দুপুরে সংস্থার থিয়েটার রোডের অফিসে ডাকা হয়েছিল সাংবাদিক সম্মেলন। সেখানেই করা হয়েছে বড় ঘোষণা।
রশ্মি গ্রুপ প্রথমবারের মতো বেঙ্গল প্রো টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৪-এর সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। দলের নাম রাখা হয়েছে রশ্মি মেদিনীপুর উইজার্ডস। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে কিছুদিন আগেই ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারে জানানো হয়েছিল।
ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং বাংলার তরুণ ছেলে-মেয়েদের উত্সাহিত করা, প্রতিভা লালন-পালন করা উদ্দেশ্য নিয়ে এই দল গড়ার ভাবনা বলে রশ্মি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতে ভারতীয় দলে এবং আইপিএল-এ কেকেআর দলের অন্যতম সদস্য হিসেবে আমরা দেখতে চাই। এটা সত্যিই দুঃখজনক যে বর্তমান কলকাতা আইপিএল দলে বাংলার কোনও খেলোয়াড় নেই। অথচ আমাদের রাজ্য স্তরের ছ’জন খেলোয়াড় বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন।”
রশ্মি গ্রুপ রাজ্যের খেলাধুলার সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। ক্রিকেট মাঠেও রেখেছে অবদান। এলআরএস ক্রিকেট অ্যাকাডেমির পাশে রয়েছে সংস্থা। এবার রাজ্য জুড়ে প্রতিভা অন্বেষণের কাজ চালাবে রশ্মি গ্রুপ
এদিনের সাংবাদিক সম্মেলনে দলের লোগো প্রকাশ করা হয়েছে। উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, রশ্মি গ্রুপের ম্যানেজমেন্ট টিমের ইন্দ্রনীল ভট্টাচার্য, এল.বি. চৌরাশিয়া, ভাস্কর চৌধুরী, শোভন ভট্টাচার্য।