J&K: সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি

নিউজ ডেস্ক : কলকাতা : সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে নিকেশ দুই সন্ত্রাসবাদী।সূত্রে খবর, শনিবার সকালে শোপিয়ান…

J&K: সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি

নিউজ ডেস্ক : কলকাতা : সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে নিকেশ দুই সন্ত্রাসবাদী।সূত্রে খবর, শনিবার সকালে শোপিয়ান জেলার চউগাম এলাকায় সন্ত্রাসবাদীদের ডেরায় অভিযান চালায় সেনাবাহিনী। বেশকিছুক্ষণ গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় দুই জঙ্গির। নিহতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র ও জেহাদ সংক্রান্ত নথিপত্র। এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। নিহতরা হিজবুল সদস্য হতে পারে বলে আশঙ্কা করছে জম্মু-কাশ্মীর পুলিশ। প্রসঙ্গত, গত বুধবার জোড়া জঙ্গি হামলা হয় কাশ্মীরে। সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হন এক পুলিশকর্মী। প্রাণ হারান একজন সাধারণ মানুষও। দিনকয়েক আগে জঙ্গিহানায় শহিদ হয়েছেন দুই পুলিশ কর্মী। জখম হন অন্তত ১২ জন। এরপর থেকেই আরও জোরদার হয়েছে কাশ্মীরের জঙ্গিদমন অভিযান।

Advertisements
Advertisements