‘খুব খারাপভাবে হারছে বিজেপি,’ এবার ভবিষ্যতবাণী TMC নেতার

আজ শুক্রবার প্রথম দফার লোকসভা ভোটের আবহে বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত হল তৃণমূল। এদিন তৃণমূল ভবনে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের শান্তনু সেন।     তিনি বলেন, “লোকসভা…

short-samachar

আজ শুক্রবার প্রথম দফার লোকসভা ভোটের আবহে বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত হল তৃণমূল। এদিন তৃণমূল ভবনে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের শান্তনু সেন।

   

তিনি বলেন, “লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোটগ্রহণ চলছে- কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। বিজেপি জানতে পেরেছে যে তারা এই তিনটি জেলাতেই শোচনীয়ভাবে পরাজিত হতে চলেছে, তাই প্রথম দফা থেকেই তারা গুন্ডামির পথ বেছে নিয়েছে।”

শান্তনু সেন আরও বলেন, ‘প্রতিটি এলাকায় আমাদের তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে। বিজেপি জানে যে তারা প্রথম দফা থেকেই এই তিনটি কেন্দ্রে হারতে চলেছে।’ এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও তুলোধনা করেন শান্তনু সেন। 

 

তিনি বলেন, “রাজ্যপালের কাজ হল সাংবিধানিক প্রধান হিসাবে কাজ করা, তবে আমরা যা দেখি তা বিজেপির নির্দেশে কাজ করে। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের তুলনায় ভাল। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেয়, তাহলে এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। রাজ্য সরকারকে অশান্ত করতে রাজ্যপালকে ব্যবহার করা হয়েছে।”