শিক্ষক্ষেত্রে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) বিশেষ পরিচিত নাম। সেই আইআইটি খড়্গপুর চলতি শিক্ষাবর্ষ এক সঙ্গে দুটি কোর্সে ডাবল মেজর ডিগ্রির সুযোগ দিচ্ছে পড়ুয়াদের। কোনও পড়ুয়া চাইলে চার বছরের ইউজি কোর্সের সঙ্গেই ডাবল ডিগ্রি নিতে পারবে বলে জানায় আইআইটি খড়্গপুর । তবে সে ক্ষেত্রে পড়ুয়াদের অতিরিক্ত আরও একটি বছর পড়তে হবে। ফার্স্ট ইয়ারের শেষেই সংশ্লিষ্ট পড়ুয়াকে জানাতে হবে তিনি কোন বিষয়ে ডাবল ডিগ্রি নিতে চান। সেটার পড়াশোনা শুরু হবে দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষের শেষে।
একই সঙ্গে সেমেস্টার অ্যাওয়ে একটি নতুন সুবিধেও শুরু করছে আইআইটি। এর মাধ্যমে কোনও পড়ুয়া চাইলে একটি সেমেস্টার কোনও কোম্পানিতে ইন্টার্নশিপ বা অন্য কোনও প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করে আসতে পারে, যার জন্য সে পর্যাপ্ত মার্কস পাবে আইআইটিতে। এর ফলে কারও বছর নষ্ট হবে না।
তবে আগেই আইআইটি খড়্গপুর জানিয়েছিল ব্রাঞ্চ চেঞ্জ অপশন পুরোপুরি তুলে দেওয়া হবে। কারণ অনেক সময়েই ব্রাঞ্চ পাল্টে পছন্দের বিষয়ে ভর্তি হতে না পেরে পড়ুয়ারা মানসিক অবসাদে চলে যান। সেই কারণেই আইআইটি খড়্গপুর ব্রাঞ্চ চেঞ্জ বন্ধ পদ্ধতি বন্ধ করে দেন।
পাশাপাশি দেখাযায় আগে প্রথম বছরে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর না পেলে এই ব্রাঞ্চ চেঞ্জ করা যেত না। তাই কম নম্বর পাওয়া অনেক পড়ুয়াই এই সুযোগ হারিয়েছে। সেই কারণেই বিকল্প হিসেবে ৫ বছরের ডাবল মেজর ডিগ্রি প্রোগ্রাম এনেছে আইআইটি খড়্গপুর। যেখানে বিটেক বা ব্যাচেলর ইন সায়েন্স ডিগ্রি পড়তে পড়তেও অন্যান্য বিষয় নিয়েও ডিগ্রি নিতে পারবেন পড়ুয়ারা। যেমন ধরা যাক কোনও পড়ুয়া আইআইটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন। তিনি চাইলে ইকোনমিক্সেও ডিগ্রি নিতে পারবেন। তবে কাকে কোন সাবজেক্টে কীভাবে ডুয়াল ডিগ্রি দেওয়া হবে, তার যোগ্যতামান কী হবে তা এখনও স্পষ্ট করেনি প্রতিষ্ঠান।
এবার কর্তৃপক্ষের অনুমতি নিয়েই পড়ুয়ারা সর্বাধিক একটি সেমেস্টারের জন্য অন্যত্র ইন্টার্নশিপ অথবা পড়াশোনা করতে যেতে পারবেন। আইআইটি অধিকর্তা ভিকে তিওয়ারির বক্তব্য, ‘পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এবং চাপমুক্ত করতে এই ডাবল মেজর প্রোগ্রাম অত্যন্ত কার্যকর হবে মনে করি। এতে পড়ুয়ারা কেরিয়ারেও অনেক সুবিধে পাবেন।’