রাজ্যজুড়ে তাপপ্রবাহের কারণে এগোচ্ছে গরমের ছুটি (Summer Vacations)। ২২ এপ্রিল থেকে গরমের ছুটি পড়তে পারে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। দ্রুত শিক্ষা দফতরের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকবে। একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। একই সঙ্গে তাপপ্রবাদের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এই পরিস্থিতির কথা মাথায় রেখেই গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। এর আগে ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে ভোটের জন্য রাজ্যের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ১৬ থেকে ২০ এপ্রিল স্কুল বন্ধ থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছে শিক্ষা দফতর।
এদিকে বৃহস্পতিবারের পর্যন্ত দক্ষিণবঙ্গে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ, বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।