Loksabha election 2024: তৃণমূলই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে, অসম থেকে দাবি মমতার

বুধবার অসমে শিলচরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচারে যান মমতা। সেখানে গিয়েও তিনি কেন্দ্রীয় সরকারকে…

mamta banerjee

বুধবার অসমে শিলচরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচারে যান মমতা। সেখানে গিয়েও তিনি কেন্দ্রীয় সরকারকে কার্যত তুলোধনা করেন। তিনি ফের সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, “আজও বলে এনআরসি হবে। আজকের দিনে ওদের দাঙ্গার পরিকল্পনা রয়েছে।” এখানেই শেষ নয় তিনি আরও বলেন, ” আপনারা একবার ঐক্যবদ্ধ হন। জোট মানে তৃণমূল। আমরাই ইন্ডিয়া জোটকে পথ দেখাব। বাংলায় বিজেপি-র বিরুদ্ধে একা লড়ছি।”

এইদিন তিনি জোট প্রসঙ্গে আরও বলেন যে, ” জাতীয় স্তরে আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব। যদি আপনাদের সমর্থন থাকে, আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব।” তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ” তোমরা গোটা ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছ। জেলখানা বানিয়ে দিয়েছ। দাঙ্গাবাজ, ভাঁওতাবাজ, লুটেরা এই সরকার। আর ভয় পাবেন না। এদের দূর করুন।”

   

এখানেই শেষ নয় তিনি অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি’ বলে বিজেপিকে কটাক্ষ করেন। তিনি এইদিন আসামের সভা থেকে দাবি করেন যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে এনআরসি বাতিল করা হবে। শুধু তাই নয় অমসের মা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।