Loksabha election 2024: রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি, কংগ্রেসের দাবি রাহুল টার্গেট

সোমবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালাও নির্বাচন কমিশনের ফ্লাইয়িং স্কোয়াড। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাওয়ার পথে রাহুলের কপ্টারে…

rahul gandhi

short-samachar

সোমবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালাও নির্বাচন কমিশনের ফ্লাইয়িং স্কোয়াড। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাওয়ার পথে রাহুলের কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কর্মীরা। পুলিশ জানিয়েছে, কংগ্রেসের ভাড়া নেওয়া রাহুলের সেই চপারে হানা দেয় ‘ফ্লাইং স্কোয়াড’। এই ফ্লাইং স্কোয়াড নির্বাচন কমিশনের বিশেষ টিম যারা নির্বাচন বিধি লাগু হওয়ার পর থেকেই নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন কাজের খতিয়ান এবং বেনিয়মের দিকে কড়া নজর রাখছেন।

   

প্রসঙ্গত গত রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর হানা নিয়ে শোরগোল পড়েছিল। সেই ঘটনার চব্বিশ ঘণ্টা না পেরোনোর মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশির অভিযোগ। যদিও এই নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। সোমবার কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ” ওইসব কাজ আমরা করি না। কপ্টারে সোনা কিংবা টাকা নিয়ে আমাদের ঘুরতে হয় না।”

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। তাদের দাবি, রাহুল গান্ধীকে টার্গেট করা হচ্ছে। বিজেপি নেতাদের গাড়ি বা কপ্টারে এ ধরনের কোনও তল্লাশি কেন হচ্ছে না, প্রশ্ন কংগ্রেসের।উল্লেখ্য সোমবার হলদিয়ায় যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৈঠক রয়েছে দলীয় নেতাদের নিয়ে। সোমবারও অভিষেক বন্দোপাধ্যায় বেহালা ফ্লায়িং ক্লাবে আসার আগে নির্বাচন কমিশনের তিনজন প্রতিনিধি আসেন বলে জানা গিয়েছে।