Coal Mines: লক্ষ টাকার বেতনে কয়লা মন্ত্রকে চাকরির সুযোগ

কোল মাইন্স ভবিষ্য নিধি সংগঠন (Coal Mines Bhavisya Nidhi Organization) একাধিক শূন্যপদে চাকরিপ্রার্থী নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।…

Coal Mines job india girl

কোল মাইন্স ভবিষ্য নিধি সংগঠন (Coal Mines Bhavisya Nidhi Organization) একাধিক শূন্যপদে চাকরিপ্রার্থী নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা যথা শীঘ্রই আবেদন করতে পারেন।

Advertisements

আবেদন পদ্ধতি
কোল মাইন্স ভবিষ্য নিধি সংগঠন অর্থাৎ CMPFO এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারজন্য প্রথমে এই লিঙ্কে cmpfo.gov.in – ক্লিক করতে হবে। করার পর একটি ফর্ম খুলে যাবে। তা ডাউনলোড করে সংশ্লিষ্ট ঠিকানা পাঠাতে হবে। আর তা হল – “কমিশনার, কয়লা খনি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, পুলিশ লাইন, ধানবাদ, ঝাড়খণ্ড, পিন – 826001″। আগামী ২৯ এপ্রিলের মধ্যে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে। এমনটাই জানানো হয়েছে কোল মাইন্স ভবিষ্য নিধি সংগঠনের পক্ষ থেকে।

   

শূন্যপদ
কোল মাইন্স ভবিষ্য নিধি সংগঠন এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬১ টি শূন্যপদের কথা জানান হয়েছে। অতিরিক্ত কমিশনার, আর্থিক উপদেষ্টা, আঞ্চলিক কমিশনার-১, সিনিয়র ফিনান্স অফিসার, আঞ্চলিক কমিশনার-২, ফিনান্স অফিসার, সহকারী কমিশনার (আইটি), সহকারী কমিশনার, স্টেনোগ্রাফার গ্রেড-২ সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে এখানে।

Advertisements

যোগ্যতা
আবেদনকারীরা যে পদের জন্য আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত পড়াশোনা এবং ডিগ্রি থাকতে হবে। এছাড়া যে পদে আবেদন করছেন সেই পদের উল্লেখ থাকতে হবে আবেদনপত্রে।

বয়সসীমা
কোল মাইন্স ভবিষ্য নিধি সংগঠনের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ৫৬ বছরের বেশি হলে চলবে না। তবে বর্তমান পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ বলা যায়। তাই আর দেরি না করে আবেদন করুন কোল মাইন্স ভবিষ্য নিধি সংগঠনের একাধিক শূন্য পদে।