বেঙ্গালুরু এফসি নয়, শেষ রাতে ওস্তাদের মার দিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। লিগ শিল্ড জয় থেকে আর একটা জয় দূরে মোহনবাগান সুপার জায়ান্ট।
চলতি ইন্ডিয়ান সুপার লিগে প্রত্যাশা মতো খেলতে পারেনি বেঙ্গালুরু এফসি। তবে নিজেদের ঘরের মাঠে তারা ছিল অপ্রতিরোধ্য। বাগানের বিরুদ্ধে এদিন মাঠে নামার আগে শেষ ছয় ম্যাচে অপরাজিত ছিল। এবারের মতো টুর্নামেন্ট থেকে কিছু পাওয়ার না থাকলেও শেষটা ভালো করতে চেয়েছিল বেঙ্গালুরু এফসি। মোহনবাগান সুপার জায়ান্ট বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করেছিল দল।
বেঙ্গালুরু এফসি পারেনি। বাজিমাত করল মোহনবাগান। এই ম্যাচে এমন একজন ফুটবলার নজর কাড়লেন যিনি বিগত কয়েক ম্যাচের প্রথম একাদশে সুযোগই পাচ্ছিলেন না। মাঠে নামছিলেন বদলি ফুটবলার হিসেবে। দলের প্রয়োজনে সেই তিনিই করলেন একটি গোল। কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ের পথ সুগম করেছেন অনিরুধ থাপা।
অ্যন্টোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে ক্রমে ব্রাত্য হয়ে পড়েছিলেন অনিরুধ থাপা। তার আগেও যে তিনি দারুণ কিছু পারফর্ম করছিলেন এমনটা নয়। রিপ্লেসমেন্ট অপশন ছিল। কোচ সেটা কাজে লাগিয়েছিলেন। নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন আজকের ম্যাচে। সুযোগ কাজে লাগালেন পুরো মাত্রায়। ম্যাচের ৫৪ মিনিটে তৃতীয় গোলটি করলেন তিনি। দরকারের সময় দিলেন নিজের প্রতিভার পরিচয়।