Rupanjana Mitra: বিয়ে করছেন রূপাঞ্জনা। দীর্ঘদিনের প্রেমিককেই। আসন্ন ১৯ এপ্রিল বসবে বিয়ের আসর। এখনও পর্যন্ত যদিও তাঁদের বিয়ের পোশাক প্রস্তুত হয়নি। রুপাঞ্জনা ও তাঁর পাত্রের পোশাকের সঙ্গে মিলিয়ে সাজবেন রূপাঞ্জনার পুত্র রিয়ানও। হিন্দুশাস্ত্র মতে বিয়ে হবে। অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়ের রিসেপশনের মতো নয়, বরং সংবাদমাধ্যমকর্মী, ড্রাইভার এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়েই ধুমধাম করে বিয়ে হবে।
জানা গিয়েছে, দীর্ঘ ৬ বছরের ভালোবাসার মানুষ, মনের মানুষ রাতুল মুখোপাধ্যায়কেই বিয়ে করছেন রূপাঞ্জনা। রূপাঞ্জনার ছেলেও নাকি রাতুলকে খুব ভালোবাসে। অভিনেত্রীর কথায়, আমার পুত্র রিয়ান ভীষণই ভালবাসে রাতুলকে। ওরা একটা টিম। নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে কে এই রাতুল। রাতুল একজন নামি পরিচালক। সিরিয়ালে অভিনয়ও করেছিলেন। এরপর স্টুডিয়ো থেকেই রূপাঞ্জনার সঙ্গে প্রেম।
রাতুলকে ভালোবেসে অভিনেত্রী একসময় বলেছিলেন, তিনি একটা দারুণ সুন্দর সম্পর্কে আছেন। সেটাকে এককথায় মিষ্টি সম্পর্ক বলা যায়। ২০১৭ সাল থেকে তিনি সিঙ্গল মাদার হিসেবেই জীবন কাটিয়েছেন। ডিভোর্স হয়ে গিয়েছে। তাই চারপাশে এখন খোলামেলা চিন্তাধারার মানুষের বড়ই অভাব। তবে সেই অভাবের মধ্যেই কিছু সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। আর সেই সুন্দর সম্পর্কের নামই হল রাতুল মুখোপাধ্যায়।
উল্লেখ্য, গত বছরেই বাগদান সেড়েছেন রূপাঞ্জনা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে পাহাড়ে গিয়েছিল গোটা টিম। সঙ্গে নিয়েছিলেন প্রেমিক এবং ছেলেকে। এরপর কাজের ফাঁকেই বাগদান পর্ব সেরে ফেললেন রূপাঞ্জনা বলেছিলেন, ‘ সত্যিকারের ভালবাসার গল্প কখনই শেষ হয় না। আংটি বদল ঘল। আমরা এনগেজড!’
View this post on Instagram