ফের আরও একবার মুখ পুড়ল রাজ্য সরকারের। মুখ্যসচিবের ‘ দায়িত্বজ্ঞান’ দেখে স্তম্ভিত কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত সরকারী আধিকারিকদের গ্রেফতার করা হয়েছে তাঁদের বিরুদ্ধে তদন্ত করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন। আর বহুদিন ধরেই সেই টালবাহানা করছে রাজ্য সরকার। এর আগেও রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি চাওয়া হলে তাঁরা সেই অনুমতি দিতে তাঁরা দেরী করে বলে অভিযোগ।
মঙ্গলবার এই মামলা কলকাতা হাইকোর্টে উঠলে আবারও ভর্ৎসনা রাজ্যের উচ্চপদস্থ আমলাকে। শুধু তাই নয়, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তার মধ্যে জানাতে হবে, অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকার সিবিআই তদন্তে অনুমতি দেবে কি না।
এর আগেও এই মামলায় মুখ্যসচিবকে কড়া বার্তা দিয়েছিল হাইকোর্ট। সাতদিন সময় দেওয়া হয়েছিল। মঙ্গলবার ফের রিপোর্ট দেন রাজ্যের মুখ্যসচিব। সেই রিপোর্টে লেখা হয়েছে, ‘ল ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে আদালতের নির্দেশ। সাধারণ নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে এ ক্ষেত্রে তদন্তের অনুমোদন দেওয়া হবে কি না।’ এই রিপোর্ট দেখেই ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে বলা হয়, ” আদালত মনে করছে, মুখ্যসচিব যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানে কোনও বুদ্ধি প্রয়োগ করা হয়নি। তিনি তাঁর দায়িত্ব উপলব্ধি করতে পারেননি।”