লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করলেন বাঁকুড়া জেলায়। সোমবার বাঁকুড়া জেলার রাইপুরে সভা করলেন তিনি। সোমবার তিনি আবারও চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় সরকারের দিকে। কেন্দ্রীয় সরকারকে ‘চোরেদের সরকার’, ‘গুন্ডাবাজদের সরকার’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, তিনি বললেন, ” আপনি তো চোরদের সম্রাট! তিনি এইদিন এই কথা কাকে উদ্দেশ্যে করে বললেন সেটা আর বলার অবকাশ থাকে না।
তিনি এইদিন বললেন, ” আপনি জেনে রাখবেন আমরা রয়েল বেঙ্গল টাইগার। আমরা লড়াই করতে জানি। ” একটু থেমে আবার বললেন, ” গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ায় করুন।” তিনি আরও বলেন, ” বলছে ৪ জুনের পর সব জেলে ভরব। এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান।” নিজের প্রসঙ্গে তিনি বলেন,” আমি অনেক অত্যাচারের সঙ্গে লড়াই করেছি। আমি আপনাদের বাড়ির বাসন মেজে দেব। আমি লিখতে ভালবাসি। আমি একজন সাধারণ মানুষ। আমি আপনাদেরই লোক। ”
তিনি কেন্দ্রীয় বঞ্চনার প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ” নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করুন।” সবশেষে তিনি বলেন, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, জেলার দু’টো লোকসভা আসনই জিততে হবে। সবশেষে গানের মাধ্যমে এই দিনের সভা শেষ করলেন, পা মেলালেন গানের তালে।