শাড়িতে নারী! আঁচলে ঝলক পদ্ম-হাত। লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রেক্ষিতে শাড়ি বাজার সরগরম। সব রাজ্যেই নিজ নিজ সাংস্কৃতিক বৈশিষ্ট অনুযায়ী শাড়িতে চমক। বিজেপি ও কংগ্রেস এক্ষেত্রে এগিয়ে। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে কেনাকাটি। “Election Promotional Saree’s” ট্যাগ দিয়ে চলছে অনলাইন বিক্রি।
সামাজিক মাধ্যমে বিভিন্ন বড় বিপনী সংস্থার বিজ্ঞাপনে মডেলদের শাড়ি বাহার দেখা যাচ্ছে। একই মডেল কখনো বিজেপি তো কখনো কংগ্রেসের প্রতীক চিহ্ন দেওয়া শাড়ি পরে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্র হচ্ছেন।
সামাজিক মাধ্যমে এই ভোটের শাড়ি বাহার সবথেকে বেশি চলছে দেশের হিন্দি বলয়ে। উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিসগড়, হিমাচল, উত্তরাখণ্ডে চলছে সর্বাধিক রাজনৈতিক শা়ড়ি বাহার। মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, হরিয়ানাতেও বিক্রি ভালোই বলে জানা যাচ্ছে।
তবে ভোটের শাড়ি বাহারে পিছিয়ে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি। সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় কমবেশি ভোটের শাড়ির চাহিদা আছে। আর মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল, সিকিমে ভোটের শাড়ির কেনাকাটি নেই।
বাজার বিশ্লেষকরা বলছেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শাড়ির প্রচলন তেমন নেই। তারা আরও বলছেন, ভোটের শাড়ির ব্যবহার নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচির জন্য। ফলে ভোটের সময়ই এধরণের শাড়ির বাজার জমে।