ভারতের লোকসভা নির্বাচনে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব খাটাতে চাইছে চিন। মার্কিন মুলুকের সংস্থা মাইক্রোসফটের এমন দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সেই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে, চিনের নিশানায় শুধুমাত্র ভারতের নির্বাচন নয়, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া নির্বাচনও রয়েছে তাঁদের নজরে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, চিন কৃত্রিম পরোক্ষ ভাবে বুদ্ধিমত্তার ব্যবহার ভারতের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ এআই এর সাহায্যে সমাজ মাধ্যম থেকে ডেটা সংগ্রহ করে সেই তথ্য ছড়িয়ে দিয়ে তারা প্রভাব খাটাতে পারে বলে ধারণা। তবে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই বলেই অনেকের ধারণা।
মাইক্রোসফ্টের মতে, কোনও রাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এ ভাবে অন্য রাষ্ট্রের নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছে, তাইওয়ান-নির্বাচনের আগে এমন ঘটনা তাদের চোখে পড়েনি। ‘সেম টার্গেটস, নিউ প্লেবুকস’ নামের এই রিপোর্টে বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনগুলিতে সামাজিক মাধ্যমের সাহায্যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, চিন কোনও না কোনও ফায়দা তুলতে চাইবে।মাইক্রোসফটের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এ শেষের দিকে ভারত, ফিলিপিন্স, হংকং ও আমেরিকার বিভিন্ন সামরিক মহড়াকেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিশানা করেছে চিন।