ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগেও ব্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথমে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় দল। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই নিজেদের সক্রিয় করে তুলেছে মেরিনার্সরা। একের পর এক ম্যাচে শুধুই জয়। মাঝে একটি ড্র।
তারপর বড় ব্যবধানে ইস্টবেঙ্গলকে পরাজিত করে অ্যান্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান। তবে গত ম্যাচে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির বিপক্ষে পরাজিত হতে হয়েছিল কামিন্সদের। নিজেদের ঘরের মাঠে এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারেনি সমর্থকরা।
তবে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। শনিবার বিকেলে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। এই ম্যাচ জিততে পারলে আইএসএলের লিগশিল্ড জয়ের দৌড়ে ফিরে আসবে বাগান ব্রিগেড। এখন সেই দিকেই নজর সকলের। তবে এই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী থাকতে দেখা গিয়েছে পাঞ্জাব এফসির সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তীকে।
তবে হোম ম্যাচের অ্যাডভান্টেজ নিয়ে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকছে তাদের। অন্যদিকে, বাগানের হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের অনুপস্থিতি দলের ক্ষেত্রে যে প্রভাব ফেলতে পারে তা স্বীকার করেছেন সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসকালানা।
একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের দল কিছুটা হলেও কঠিন পরিস্থিতিতে রয়েছে। কোচ হাবাস এই দলের পরিচালক। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শীঘ্রই দলের সঙ্গে যুক্ত হবেন। তবে গত ম্যাচের হতাশা ভুলে পুনরায় জরে ফেরার ক্ষমতা রাখে আমাদের ছেলেরা। অর্থাৎ, শিল্ড জয়ের জন্য দল যে অলআউট যাবে তা পরিষ্কার করে দিয়েছেন তিনি।