বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজিত ঝাড়গ্রাম জেলার গোবিবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের কুজড়া গ্রাম। ঘটনাকে কেন্দ্রকরে উত্তেজিত সমগ্র এলাকা। পুলিশ ও স্থানীয়রা জানায় বুধবার গভীররাতে পাশের গ্রামে হরিনাম সংকীর্তন থাকার কারণে সেখানে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যান এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্যা রূপা পালোই ও তাঁর পরিবার। সেই অনুষ্ঠানে তাঁদের স্বপরিবার চলে যাওয়ার কারণে বাড়ি ফাঁকা থাকে। সেই সুযোগেই নাকি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়ি ফিরে সদস্যা দেখেন তাঁদের বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এর পরেই তারা অভিযোগ তোলে দুষ্কৃতীরা এই কাজ করেছে।
বাড়ি ফেরার পর দেখা যায় সমগ্র বাড়িটি ধাউ ধাউ করে জ্বলছে। এই অবস্থায় তারা চিৎকার করায় প্রতিবেশীরা ছুটে আসেন এবং সেই আগুন নেভাতে সাহায্য করেন। তবে এই আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। সাথে বাড়িতে থাকা আসবাব ও সমস্ত নথি পুড়ে গেছে। এমনকি দুটি ছাগল ও ঝলসে, মারা গেছে। এই সমস্ত ঘটনায় পঞ্চায়েত সদস্যা আঙুল তুলেছন তৃণমূলের দিকে। তবে এই ঘটনাকে তৃণমূল অস্বীকার করেছে।
এই ঘটনায় পঞ্চায়েত সদস্যা সঠিক বিচার চেয়েছেন । পাশাপাশি তৃনমূলের তরফেও সঠিক তদন্তের মাধ্যমে কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।