চলে গেলেন কবি গৌতম ঘোষ দস্তিদার (Goutam Ghoshdastidar)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিডনির সমস্যায় ভুগছিলেন। দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে গিয়েছিল। ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকাল সাড়ে সাতটায় তাঁর দেহাবসান হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা সাহিত্য মহলে।
রক্তমাংস নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করতেন। প্রতিবছর বইমেলায় সেই পত্রিকার নতুন সংখ্যায় প্রকাশিত হত। বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের রক্তমাংসের টেবিলের সামনে কবিদের ভিড় লক্ষ্য করা যেত বিশেষ করে তরুণ কবিদের।
গৌতম ঘোষ দস্তিদার পেশায় একজন সাংবাদিক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। নানা সংবাদমাধ্যমে চাকরি করেছেন। তাঁর বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সিগনেট থেকে প্রকাশিত হয় কবিতার বই ‘শূন্যের আড়াল’। গৌতম ঘোষ দস্তিদার চলে যাওয়ার খবরে অনেকেই শোকবার্তা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
কবি বসবাস করতেন রহরায়। প্রয়াণের পর তাঁকে হাসপাতাল থেকে রহরার বাড়িতে নিয়ে আসা হয়। স্থানীয় শ্মশানে কবির শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। কবির স্ত্রী উর্মিলা দাশগুপ্ত নিজেও এখন অসুস্থ।