তেলঙ্গানায় এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ প্রাণ কাড়ল কমপক্ষে ৫ জনের। আহতের সংখ্যা আনুমানিক ১০। বুধবার বিকেলের দিকে তেলঙ্গানার সঙ্গারেড্ডি এলাকার এক রাসায়নিক কারখানায় হঠাৎই আগুন লেগে যায়।
স্থানীয়দের দাবি, এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে কারখানার ম্যানেজারেরও। সূত্রের খবর, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। একটি সূত্রে এও দাবি করা হয়েছে যে, পাশে আরও একটি রাসায়নিক কারখানা রয়েছে, সেখানেও নাকি বিস্ফোরণ হয়েছে৷
বুধবারের এই ঘটনায় স্থানীয়দের একাংশ দাবি করেন যে, যে সময় ঘটনাটি ঘটে সে সময় ভিতরে অনেকেই কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, রাসায়নিক মিশ্রণের কাজের সময় এই বিস্ফোরণ হয়৷ কারখানা থেকে বের হতে গিয়ে ভিতরে থাকা কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
আরও পড়ুন: Telangana: কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় মহিলাকে জীবন্ত পুড়িয়ে খুন
ইতিমধ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। তবে মৃতদের বিষয়ে এখনও সুস্পষ্টভাবে পুলিশ কিছু জানায়নি৷ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকার্য খতিয়ে দেখেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী Revanth Reddy.
আরও পড়ুন: Bengaluru Cafe Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের তদন্ত করবে NIA