লোকসভা ভোটের আগে এবার অস্বস্তিতে বিজেপি (BJP)। প্রথম দফার ভোটগ্রহণের আগেই আজ মঙ্গলবার বিহারের মুজফফরপুরের লোকসভা সাংসদ অজয় নিষাদ দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে বিজেপি ছেড়েছেন অজয় নিষাদ। লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলিতে অভিমানীদের সংখ্যা বাড়ছে। মূলত ভোটের টিকিট না মেলায় দল ছাড়ছেন অনেকে। আবার টিকিটের আশায় নাম লেখাচ্ছেন অন্য দলে। এহেন অবস্থায় এবার বিজেপিতেও বাড়ছে বেসুরো থেকে শুরু করে অভিমানীদের সংখ্যা।
এদিকে শোনা যাচ্ছে, মুজফফরপুরের বিজেপি সাংসদ অজয় নিষাদ আজ কংগ্রেসে যোগ দেন। দিল্লিতে গিয়ে আজ কংগ্রেসে যোগ দেন তিনি। টিকিট না পাওয়ায় বিজেপির প্রতি ক্ষুব্ধ ছিলেন অজয় নিষাদ। বিজেপি নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করে প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি। তিনি এখন কংগ্রেসের দলীয় প্রতীক নিয়ে মুজফফরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এবার মুকেশ সাহানির দল ছেড়ে চলে যাওয়া রাজভূষণ চৌধুরিকে টিকিট দিল বিজেপি। গত নির্বাচনে ডঃ রাজভূষণ অজয় নিষাদের কাছে ৪০৯৯৮৮ ভোটে পরাজিত হয়েছিলেন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা অজয় নিশাদ ৬৫৯৮৩৩ ভোট পেয়েছিলেন। মুকেশ সাহনির ভিআইপি প্রার্থী রাজভূষণ চৌধুরি ২৫৪৮৩২ ভোট পেয়েছেন। এবার বিজেপিতে এলেন রাজভূষণ চৌধুরি। বিজেপি তাদের সাংসদ অজয় নিষাদকে টিকিট দেয়নি। মুজফফরপুর থেকে প্রার্থী হয়েছেন ডঃ রাজভূষণ চৌধুরী। এ নিয়ে ক্ষুব্ধ হন অজয় নিষাদ। টিকিট এভাবে কাটবে তা ভাবতেও পারেননি অজয়।
Lok Sabha MP from Muzaffarpur (Bihar) Ajay Nishad resigned from the BJP after he was denied ticket for Lok Sabha elections 2024.
— ANI (@ANI) April 2, 2024
#WATCH | Delhi | Sitting Lok Sabha MP Ajay Nishad joins the Congress, shortly after resigning from the BJP. pic.twitter.com/8DEoJwUZg6
— ANI (@ANI) April 2, 2024