অপ্রত্যাশিতভাবে হারল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। রবিবার চেন্নাইয়িন এফসির কাছে ২-৩ গোলে হেরে লিগ শিল্ড জয়ের দৌড় থেকে পিছিয়ে পড়ল বাগান। দারুণ লড়াই করে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিল ওয়েন কয়েলের চেন্নাইয়িন।
ফেভারিট হিসেবে এদিনের ম্যাচ শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করে আগে এগিয়ে গিয়েছিল দল। কিন্তু তিন পয়েন্ট পাওয়ার জন্য প্রয়োজনীয় খিদে এদিন দেখা যায়নি সবুজ মেরুন ফুটবলারদের মধ্যে। তুলনায় অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার জন্য মরীয়া ছিল চেন্নাইয়িন এফসি। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে দক্ষিণ ভারতীয় এই ফুটবল দল।
প্রায় দুই সপ্তাহ পর ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। অসুস্থ হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। সাইড লাইনে ধারে এদিন ছিলেন হাবাসের ডেপুটি ম্যানুয়েল পেরেজ। ম্যাচের আগে হওয়া সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী দেখিয়েছিল তাঁকে। কিন্তু ম্যাচের ফলাফল বলছে অন্য কথা। অতি আত্মবিশ্বাস কি আজ ডোবাল পালতোলা নৌকাকে?
We will be back stronger.
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/ISGl8q0qY5
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 31, 2024
এর আগে লিগ ক্রম তালিকার অন্তিম স্থানে থাকা হায়দরাবাদ এফসির কাছে হেরে চাপে পড়েছিল চেন্নাইন। বাগান ছিল ধারাবাহিক ফর্মে। লিগ শিল্ড জয়ের দৌড়ে রেষারেষি চলছে মুম্বই সিটি এফসির সঙ্গে। বাগান বাকি সব ম্যাচ জিততে পারলে শিল্ড জয়ের কাজটা অনেক সহজ হতে পারতো। আজকের ম্যাচে হেরে কঠিন হল অংক।