গার্ডেনরিচকাণ্ডের পরেই তৎপর হয়েছে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ নিয়ে প্রচণ্ড কড়া হতে চলেছে প্রশাসন। এবার বেআইনি নির্মাণ রুখতে ডিজিটাল ডাটাবেস তৈরি করতে চলেছে লালবাজার। সূত্র মারফত জানা গিয়েছে সমস্ত এলাকায় কোথায় কোন কাজ হচ্ছে তার সব হিসেব রাখবে লালবাজার। তৈরি হবে ডিজিটাল ডেটাবেস।
কিন্তু এই ডেটাবেসে কী কী থাকবে? জানা গিয়েছে, যেখানে নির্মীয়মাণ বহুতল তৈরি হচ্ছে সেই জায়গার নথি। এছাড়াও থাকতে হবে সেই জায়গার ছবি। যে জমিতে গড়ে উঠবে বহুতল, সেই জমির দলিল এবং বাকি সরকারী নথি। যিনি জমির কেনা বেচার কাজ করবেন এবং যিনি বহুতল তৈরি করছেন তার পরিচয়। যে জমিতে বহুতল তৈরি হচ্ছে, সেই বহুতল তৈরির পরিকল্পনা। এছাড়াও থাকবে ফটোকপি।
ইতিমধ্যে প্রতিটি থানায় নির্দেশিকা পাঠানো হয়েছে। ডিজিটাল ডাটাবেসের জন্য নির্মীয়মান বহুতলের তথ্য সংগ্রহের কাজ করে ডিসি মারফত সেই তথ্য পৌঁছে যাবে লালবাজারে।কোনও বিল্ডিং নিয়ে সংশয় হলে পুরসভার মাধ্যমে তথ্য যাচাই করা হবে লালবাজারের তরফে।