লোকসভা ভোটের মুখে ফের একবার জোরদার ধাক্কা খেল কংগ্রেস (Congress) দল। লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে দল ছাড়লেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক চিরঞ্জীব বিসওয়াল। ভোটের মুখে ওড়িশার প্রাক্তন এই বিধায়কের দলত্যাগকে মোটেই ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল।
সূত্রের খবর, কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন চিরঞ্জীব বিসওয়াল। ওড়িশা প্রদেশ কংগ্রেসের সভাপতি শরৎ পট্টনায়কের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রাক্তন বিধায়ক। পদত্যাগপত্রে চিরঞ্জীব লিখেছেন, ‘আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।’
লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ রাখতে হিমশিম খাওয়া গ্র্যান্ড ওল্ড পার্টির বেশ কয়েকজন বিশিষ্ট নেতার পদত্যাগের মধ্যেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলেন চিরঞ্জীব বিসওয়াল। জগৎসিংহপুর জেলা কংগ্রেসের সভাপতি নটবর বারিক সম্প্রতি দলের ইস্তেহার প্রকাশের জন্য সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। স্থানীয় বেশ কয়েকজন নেতা বৈঠকে উপস্থিত থাকলেও চিরঞ্জিব দলীয় অনুষ্ঠান থেকে অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই চিরঞ্জিবের দল ছাড়ার ইঙ্গিত পেয়েছিলেন অনেকেই।
Odisha | Congress former MLA Chiranjib Biswal quits the party ahead of Lok Sabha and Vidhan Sabha elections
(file photo) pic.twitter.com/DHiJJPpMrv
— ANI (@ANI) March 30, 2024