Metro kolkata:মেট্রোরেলের লাইন সম্প্রসারণের কাজ থমকে,অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে

মেট্রো লাইনের কাজ থমকে গিয়েছে। মেট্রো রেলের তরফে অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। শনিবার মেট্রো রেল তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা…

several metros have been cancelled in Kolkata

মেট্রো লাইনের কাজ থমকে গিয়েছে। মেট্রো রেলের তরফে অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। শনিবার মেট্রো রেল তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্য সরকার মেট্রোরেলের কাজের জন্য সহযোগিতা করছে না। যার জন্য বেলেঘাটা মেট্রো স্টেশনের কাজ থমকে আছে। শুধু তাই নয়, মেট্রো কর্তৃপক্ষে আরও জানিয়েছে যে পুলিশের তরফে প্রয়োজনীয় অনুমতিও মিলছে না।

প্রসঙ্গত হলুদ লাইন নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত এবং কমলা লাইন বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো সম্প্রসারিত হবে। কিন্তু সাম্প্রতিক কালে মেট্রো কর্তৃপক্ষ কমলা লাইনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

   

তাঁদের তরফে জানানো হয়েছে, ”ইএম বাইপাস পেড়িয়ে বেলেঘাটা স্টেশনে যাতে যাত্রীরা নিরাপদে ঢুকতে পারেন, তা নিশ্চিত করতে আরও ৯০ মিটার রাস্তা তৈরি করতে হবে। তার জন্য কিছু দিন বাইপাসের একাংশে যান চলাচল বন্ধ রাখা প্রয়োজন। কিন্তু ট্র্যাফিক পুলিশের কাছ থেকে সেই অনুমতি পাওয়া যাচ্ছে না।”

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রও এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কাজে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তবে তিনি আশাবাদী যে তাড়াতাড়ি রাজ্য সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করবেন।