যত লোকসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে ততই যেন চাপ বাড়ছে দিল্লির শাসক দল আম আদমি পার্টির। ইতিমধ্যে আপের বেশ কিছু নেতা জেলে বন্দি রয়েছেন। খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবধি ইডি হেফাজতে রয়েছেন। তবে এবার ইডি (ED) সমন পাঠালো আপের আরও এক মন্ত্রীকে বলে জানা যাচ্ছে।
দিল্লির আবগারি নীতির সঙ্গে যুক্ত আর্থিক তছরুপ মামলার তদন্তে আজ শনিবার দিল্লির মন্ত্রী কৈলাশ গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রশ্ন উঠছে মন্ত্রী কি আজ হাজিরা দেবেন? সেদিকে নজর থাকবে সকলের। তদন্তকারী সংস্থার দাবি যে কৈলাস গেহলট সেই গোষ্ঠীর অংশ ছিল যারা এই মদ নীতির খসড়া প্রস্তুত করেছিল এবং এই খসড়াটি দক্ষিণের গ্রুপের কাছে ফাঁস হয়েছিল।
এছাড়াও, এই আপ নেতার বিরুদ্ধে দক্ষিণের মদ ব্যবসায়ী বিজয় নায়ারকে তার সরকারী বাসভবন দেওয়ার অভিযোগও রয়েছে। ইডি এর আগেও বলেছিল যে কৈলাশ গেহলটও এই সময়ের মধ্যে বেশ কয়েকবার তার মোবাইল নম্বর পরিবর্তন করেছিলেন। কৈলাশ গেহলট দিল্লিতে আম আদমি পার্টি সরকারে পরিবহন মন্ত্রী। তাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ মনে করা হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী এবং AAP জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি আবগারি নীতি সংক্রান্ত একটি মানি লন্ডারিং মামলায় ২১শে মার্চ ইডি গ্রেফতার করেছিল। কেজরিওয়াল ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন।
Enforcement Directorate has issued summons to Delhi Minister Kailash Gahlot for questioning today, in the ongoing investigation in money laundering case linked to Delhi excise policy: Sources
(File photo) pic.twitter.com/FbXC7zwvAx
— ANI (@ANI) March 30, 2024