Loksabha election 2024: লোকসভা ভোটের দিনগুলোতে সরকারী ছুটি দিল নবান্ন, জারি হয়েছে বিজ্ঞপ্তি

রাজ্যে লোকসভা ভোটের দিনগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সরকারী অফিস ছুটি থাকার পাশাপাশি বিভিন্ন বেসরকারী দপ্তরকে বন্ধ…

nabanna

রাজ্যে লোকসভা ভোটের দিনগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সরকারী অফিস ছুটি থাকার পাশাপাশি বিভিন্ন বেসরকারী দপ্তরকে বন্ধ রাখার আর্জিও জানানো হয়েছে।

Advertisements

এই বছর রাজ্যে মোট সাত দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। ৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন যে যে এলাকায় ভোট সেই সেই এলাকার সব অফিস কাছারি বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। অর্থাৎ যে এলাকায় যে দিন ভোট আছে, সেই এলাকার সেই বাসিন্দা ওই দিন ছুটি পাবেন। যদি ওই এলাকার কোনও ব্যক্তি সরকারী কাজে বাইরে কর্মরত থাকে তাহলে সেইদিন তাঁর ছুটি হিসেবে গণ্য হবে।

Advertisements
   

এর বাইরে সরকারের দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে, যে যে স্কুলকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে। ভোটের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের যদি গভীর রাত পর্যন্ত ভোটের কাজ করতে হয়, তাহলে ভোটের পরদিন তাঁদের লিভ দেওয়া হবে। এছাড়াও কোনও কারণে কোনও বুথে যদি পুনর্নির্বাচন হয়, তাহলে সেদিনও ওই এলাকার সরকারি কর্মীরা ছুটি পাবেন।