Abhijit Ganguly: প্রচারে বেরিয়ে মন্দিরে-মাজারে তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ

দ্বিতীয় দিনের প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে সরাসরি বিজেপিতে যোগ। আর তারপরেই তাঁকে প্রার্থী ঘোষণা করে বঙ্গ বিজেপি। তমলুকে এবার তাঁর…

abhijit ganguly moves to calcutta high court after fir registered against him , এবার মামলাকারী স্বয়ং প্রাক্তন বিচারপতি অভিজিৎ! হাইকোর্টের দুয়ারে কীসের প্রার্থনা বিজেপি প্রার্থীর?

দ্বিতীয় দিনের প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে সরাসরি বিজেপিতে যোগ। আর তারপরেই তাঁকে প্রার্থী ঘোষণা করে বঙ্গ বিজেপি। তমলুকে এবার তাঁর বিরুদ্ধে লড়াই করবেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং বাম সমর্থিত প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।

আজ দ্বিতীয় দিন প্রচারে বেরিয়ে মহিষাদলের গোপালজি মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি থাকার সময় তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার ছবি প্রকাশ্যে এসেছিল। অনেকে ধরে নিয়েছিলেন নিতি বোধ হয় বাম ঘেঁষা। কিন্তু বিজেপিতে যোগ দিয়ে ঘোষণা করেন তিনি নাস্তিক। তাই ঈশ্বরে অবিশ্বাসী বামপন্থিদের সঙ্গে হাত মেলাননি তিনি।

   

মহিষাদলে প্রচারে বেরিয়ে গোপালজি মন্দিরে পুজো দিয়ে তিনি যান স্থানীয় মাজারে। অনেকে বিজেপিকে হিন্দুত্ববাদী দল মনে করেন। সেখানে দাঁড়িয়ে কীভাবে মাজারে গেলেন? প্রশ্ন করা হলে অভিজিৎ বলেন, সবকা সাথ সবকা বিকাশ মানে হল সব ধর্মের মানুষের সঙ্গে থাকা।

এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন। অন্যদিকে তমলুকে বাড়ি ভাড়া নেওয়া দেবাংশু এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। নাম না তিনি বলেন, তাঁর বাড়ির নীচের সিঁড়িতে বিজেপি প্রার্থী এসেছিলেন অর্থাৎ বিষধর সাপ এসেছিল।

এর আগে শুভেন্দুর গড়ে বিধানসভা ভোটে হেরেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হবে বলেই মনে করছে অভিজ্ঞ মহল। তাহলে কি তৃণমূলের তরুণ তুর্কী দেবাংশুর সাংসদ হওয়া হবে না? আবার বামেদের প্রতিবাদী মুখ সায়ন বন্দ্যোপাধ্যায় কেমন ফল করেন ভোটবাক্সে সেটাই এখন দেখার অপেক্ষা।