সোমবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৪ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ৩ টি চার এবং ২ টি ছক্কার সাহায্যে ১০ বলে অপরাজিত ২৮ রান করেছিলেন তিনি। চাপের মুখে এই ইনিংস খেলে অতিক্রম করেছেন রোহিত শর্মার রেকর্ড।
আর্শদীপ সিংয়ের করা ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলে একটি ছক্কা ও একটি চার মেরে আরসিবিকে রোমাঞ্চকর জয় এনে দেন কার্তিক। এই নিয়ে আইপিএলে ২০তম ওভারে ১০ বা তার বেশি রান করে দলকে জেতানোর নিরিখে যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন কার্তিক। দ্বিতীয়বার ২০তম ওভারে ১০ বা তার বেশি রান করে দলকে জিতিয়েছেন তিনি। এই তালিকায় রোহিত শর্মা ও রাহুল তেওয়াটিয়ার সমান হয়েছেন। এই তালিকায় ৮ বার এই কীর্তি গড়ে প্রথম স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
Most times Scoring 10 or more runs in 20th Over of a Successful runchase (IPL)
8 times – MS Dhoni
4 times – Kieron Pollard
4 times – Dwayne Bravo
3 times – David Miller
2 times – 𝗗𝗶𝗻𝗲𝘀𝗵 𝗞𝗮𝗿𝘁𝗵𝗶𝗸*
2 times – Rahul Tewatia
2 times – Rohit Sharma
2 times – Ravindra…— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) March 25, 2024
আইপিএলে সফল রানচেজে সবচেয়ে বেশিবার অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরা খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কার্তিক। ভেঙে দিয়েছেন ইউসুফ পাঠানের (২২) রেকর্ড। মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন।
গতকালের এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ৬ উইকেটে তুলেছিল ১৭৬ রান। জবাবে ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পায় আরসিবি। ম্যাচ সেরা হওয়া বিরাট কোহলি ৪৯ বলে ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন।
Most times Remained unbeaten in Succesful Runchases in IPL
27 – Jadeja
27 – Dhoni
23 – 𝗗 𝗞𝗮𝗿𝘁𝗵𝗶𝗸*
22 – Yusuf
21 – Miller
20 – Bravo
19 – Kohli
19 – ABD
19 – Raina
18 – Rohit
17 – Pollard#RCBvsPBKS— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) March 25, 2024