East Bengal : প্রাক্তন এক ফুটবলারের দিকে নজর ইস্টবেঙ্গলের!

চলতি মরসুম শেষ হওয়ার আগে এখনও কিছু সময় বাকি। তার আগে ইতিমধ্যে শুরু হয়েছে দল বদল সংক্রান্ত জল্পনা। নতুন মরসুমের জন্য কেমন দল গঠন করা…

rahul bheke

চলতি মরসুম শেষ হওয়ার আগে এখনও কিছু সময় বাকি। তার আগে ইতিমধ্যে শুরু হয়েছে দল বদল সংক্রান্ত জল্পনা। নতুন মরসুমের জন্য কেমন দল গঠন করা যায় সেই নিয়ে ক্লাবের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। ইস্টবেঙ্গল স্কোয়াডেও হবে কিছু বদল। ফিরে নিয়ে আসা হতে পারে ইস্টবেঙ্গল (East Bengal ) ক্লাবের এক প্রাক্তন ফুটবলারকে।

Advertisements

সম্প্রতি ভারতীয় ফুটবল মহলে জল্পনা, লাল হলুদ শিবিরে ফিরে নিয়ে আসা হতে পারে ক্লাবে খেলে যাওয়া এক ফুটবলারকে। ইস্টবেঙ্গল কর্তাদের নজরে রাহুল ভেকে রয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন। রাহুল আগে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। বলা ভালো, কলকাতার অন্যতম প্রধান এই ক্লাবের হয়ে খেলেই তাঁর ক্যারিয়ারের গ্রাফ হয়েছিল ঊর্ধ্বমুখী।

   

চলতি মরসুম এক সাক্ষাৎকারে রাহুল ভেকে বলেছিলেন, “কলকাতা লিগে টিকে থাকতে পারা, এই লিগে ভাল কিছু করে দেখাতে পারা খুবই কঠিন কাজ। শুধু খেলার দিক থেকে নয়। সব কিছু নিয়ে কলকাতা লিগে ফুটবলারদের বড় পরীক্ষার সামনে পড়তে হয়। দর্শকদের চিৎকার, জেতার সময় বা হারার সময় তাদের প্রতিক্রিয়া, এগুলো সব ওখানে স্পষ্ট উপলব্ধি করা যায়।”

Advertisements

ইস্টবেঙ্গল কিংবা কলকাতা ফুটবল নিয়ে রাহুলের মনে যে আলাদা জায়গা রয়েছে সেটা স্পষ্ট। এদিকে আগামী মরসুমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ইস্টবেঙ্গল। ফলত স্কোয়াড করতে হবে আরও মজবুত। উইং , উইং ব্যাক পজিশনে রাহুলের মতো অভিজ্ঞ ফুটবলার থাকলে ইস্টবেঙ্গলের লাভ হতে পারে। তবে রাহুল ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন সেটা এখনই জোর দিয়ে বলার সময় আসেনি।