যেমন কথা তেমন কাজ, এবার জেল থেকে কাজ শুরু করলেন আবগারি নীতিতে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। গ্রেফতারির পর প্রথমবার সরকারি নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রাখা হয়েছে। ইডি হেফাজতে যাওয়ার পর এই প্রথম নির্দেশ জারি করলেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল জলমন্ত্রক সংক্রান্ত এই নির্দেশ জারি করেছেন। আসলে অরবিন্দ কেজরিওয়াল একটি নোট জারি করে জলমন্ত্রীকে লিখিতভাবে নির্দেশ দিয়েছেন। এদিকে আজ রবিবার সকাল ১০টায় এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন দিল্লি সরকারের মন্ত্রী অতিশী।
অতিশী জানান, ‘অরবিন্দ কেজরিওয়ালের কাছে দিল্লিবাসী শুধু তাঁর ভোটার নন, তাঁরা দিল্লিবাসীকে তাঁদের পরিবারের মতোই মনে করেন। এই কারণেই আজ এমন কঠিন পরিস্থিতিতে পড়েও নিজের পরিবার অর্থাৎ দিল্লির মানুষের কথা ভাবছেন তিনি।’ সাংবাদিক বৈঠকে অতিশী জানান, মুখ্যমন্ত্রীর নোট পড়ে তাঁর চোখে জল এসে যায়। তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালজি আমাকে একটি চিঠি এবং একটি নির্দেশ পাঠিয়েছেন। যেটি পড়ে আমার চোখে জল চলে আসে। আমি ভাবতে থাকি কে এই লোকটি, যিনি জেলে আছেন, কিন্তু এখনও দিল্লির বাসিন্দাদের জল এবং নিকাশী সমস্যা নিয়ে ভাবছি। একমাত্র অরবিন্দ কেজরিওয়ালই এটা করতে পারেন, কারণ তিনি নিজেকে দিল্লির ২ কোটি মানুষের পরিবারের সদস্য বলে মনে করেন।’
#WATCH | Delhi Water Minister Atishi addresses a press conference and reads out the order sent by Delhi CM Arvind Kejriwal for the Water Department.
She says, “Even in such a situation, he is not thinking about himself, but the people of Delhi and their problems…” pic.twitter.com/rrmWP1Ac8P
— ANI (@ANI) March 24, 2024