আবারও আইলিগে আটকে গেল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। এবারও প্রতিপক্ষ ছিল শক্তিশালী রিয়েল কাশ্মীর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ কাশ্মীরের বুকে আইলিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান। নির্ধারিত সময় শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল।
যা নিঃসন্দেহে হতাশ করেছে দলের সমর্থকদের। তবে এই ম্যাচে ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল সাদা-কালো ব্রিগেড। বর্তমানে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। অর্থাৎ বাকিদের থেকে ৯ পয়েন্টের তফাৎ রয়েছে বাকিদের। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে শ্রীনিধি ডেকান এফসি।
বলাবাহুল্য, আজ ম্যাচের শুরু থেকেই অনেকটা সক্রিয় থেকেছে দুই শক্তিশালী দল। উভয়ের তরফ থেকে ঘনঘন আক্রমণ শানানো হলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে। প্রথমার্ধের শেষে গোলের মুখ খোলা কারুর পক্ষে সম্ভব না হলেও পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণ শানাতে শুরু করে এডে হার্নান্দেজ থেকে শুরু করে অ্যালেস্কিজরা। আক্রমণ প্রতি আক্রমণে দুই দলের ফুটবলাররা উঠে আসলেও জমাট বাঁধানো রক্ষনভাগে বারংবার আটকে যেতে হয় সকলকে। তাই পয়েন্ট ভাগাভাগি করেই শহরে ফিরতে হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে।
আগামী ৩০ মার্চ তাদের লড়াই করতে হবে বারানসীর ইন্টারকাশি ফুটবল ক্লাবের বিপক্ষে। এখন সেই ম্যাচ জিতেই নিজেদের পুরোনো ছন্দে ফিরতে চাইছে ময়দানের এই প্রধান। সেক্ষেত্রে পয়েন্ট তালিকায় বাকিদের থেকে আরও অনেকটাই এগিয়ে যাবে ব্ল্যাক প্যান্থার্সরা।