আগামী সপ্তাহে পিয়ংইয়ংয়ে জাপানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)। কিয়োডো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো নয়। এই অবস্থায় উত্তর কোরিয়া জাপানের সংক্রামক রোগ নিয়ে উদ্বেগের কারণে পিয়ংইয়ংয়ে ম্যাচটি (North Korea v Japan World Cup Qualifier Match) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির কারণে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করা হয়েছে। ডিপিআর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ২০ মার্চ এএফসিকে এই ভাবনা জানানোর পর ফিফা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি এখন ফিফার সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হবে এবং পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।’
উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে জাপান ও উত্তর কোরিয়ার সঙ্গে রয়েছে সিরিয়া ও মায়ানমার। বৃহস্পতিবার টোকিওতে বাছাইপর্বের আরও একটি ম্যাচে উত্তর কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে জাপান।
২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে ২০১৯ সালে পিয়ংইয়ংয়ে সর্বশেষ পুরুষদের ফুটবল ম্যাচ আয়োজন করেছিল উত্তর কোরিয়া। কোভিড অতিমারি সম্পর্কিত স্বাস্থ্য উদ্বেগের কারণ দেখিয়ে দেশটি সেই প্রতিযোগিতা থেকে সরে এসেছিল। জুনে সিরিয়া ও মায়ানমারের বিপক্ষে ঘরের মাঠে বাছাইপর্ব খেলবে উত্তর কোরিয়া।
ফেব্রুয়ারিতে পিয়ংইয়ংয়ে দুই দেশের মহিলা দলের মধ্যে একটি ম্যাচ নিয়েও তৈরি হয়েছিল সমস্যা। তৈরি হয়েছিল বিভ্রান্তি। ম্যাচটি কোথায় খেলা হবে তা নিশ্চিত না করেই নির্ধারিত কিক অফের চার দিন আগে জেড্ডার উদ্দেশ্যে যাত্রা করেছিল জাপান।